ইরফানের ছেলেকে নায়ক বানালেন আনুশকা

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে ভীষণ সফল আনুশকা শর্মা। ভিন্ন ধাঁচের সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। বরাবরই এ সব ছবিতে নতুনদের সুযোগ দিয়েছেন আনুশকা। তার প্রযোজনায় এবার সিনে জগতে পা রাখছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। নেটফ্লিক্সের জন্য নির্মিতব্য ‘কালা’ নামক ফিচার ফিল্মে অভিনয় করেছেন এ তারকা পুত্র।

সম্প্রতি সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন ছবির কিছু দৃশ্য। বাবিলের ইনস্টাতে পোস্ট করা ‘কালা’ ছবির টিজারে দেখা মিলেছে সিনেমার ক্রু মেম্বারদের চিত্রগ্রহণ ও দৃশ্যের প্রস্তুতি নেওয়ার নেপথ্যে পর্দার কিছু ফুটেজ। নাটকীয় পটভূমি সংগীত ও আকর্ষণীয় শটগুলো ইতিমধ্যে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বাবিলের পোস্ট থেকে বোঝা যাচ্ছে ‘কালা’ ছবিতে একটি মেয়ে তার মায়ের হৃদয়ের জায়গা পাওয়ার জন্য একটি গল্প শোনাচ্ছে। তবে এর থেকে বেশি এই সিনেমা সম্পর্কে আর বেশি কিছু তথ্য এখনো মেলেনি। পরিচালনা করছেন আনুশকা প্রযোজিত সর্বশেষ ছবি ‘বুলবুল’-এর নির্মাতা অন্বিতা দত্ত।

নায়িকা হিসেবে ফিরছেন সেই ছবির তৃপ্তি ডিমরি। আরও আছেন কলকাতার স্বস্তিকা মুখোপাধ্যায়। বাবিল পোস্টের ক্যাপশনে লেখা, “তৃপ্তি ডিমরি ফিরে এসেছে! (আর আমার খানিকটাও) যদিও ছবিতে আমাকে ‘লঞ্চ’ করা হচ্ছে, এ রকম বাক্যে বিশ্বাসী নই আমি। দর্শক ছবি দেখার পরে বিচার করবেন সেটা। কালা আসছে তার লড়াইয়ের গল্প বলতে। তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই।

” বাবিল খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সক্রিয় এবং প্রায়শ ইরফান খানের স্মৃতিচারণ করেন তিনি। ২২ বছরের এই অভিনেতা বর্তমানে মুম্বাইয়ে পড়াশোনা শেষ করে লন্ডনের ওয়েস্টমিনার ইউনিভার্সিটিতে অভিনয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। সম্প্রতি ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসরে অনুষ্ঠানে “আংরেজি মিডিয়ামের” জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন ইরফান। আর বাবার অবর্তমানে সেই পুরস্কার নিতে মঞ্চে ওঠে আবেগে ভেঙ্গে পড়ে বাবিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?