ইরানের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে জড়িত নয় যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।। ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে ইরান নাশকতামূলক হামলা বলার পর হোয়াইট হাউস সোমবার এ কথা জানায়। প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

তিনি আরও বলেন, এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা-কল্পনারও কিছু নেই। বাসস জানায়, ইরান ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, পরমাণু প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রোববার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইসরায়েলি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সংবাদমাধ্যম একে ইসরায়েলি সিকিউরিটি সার্ভিসের ‘সাইবার অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে।এছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?