তিনি আরও বলেন, এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা-কল্পনারও কিছু নেই। বাসস জানায়, ইরান ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, পরমাণু প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রোববার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইসরায়েলি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।
এদিকে ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সংবাদমাধ্যম একে ইসরায়েলি সিকিউরিটি সার্ভিসের ‘সাইবার অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে।এছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে।