১৭০ বছরে প্রথম নারী প্রধান সম্পাদক পেল রয়টার্স

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।। নিজেদের শীর্ষ স্থানীয় সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনিকে প্রধান সম্পাদক হিসেবে ঘোষণা করেছে রয়টার্স নিউজ। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির প্রধান সম্পাদক হলেন। গত এক দশক ধরে সংবাদকক্ষের নেতৃত্ব দেয়া স্টিফেন জে অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন ৪৭ বছর বয়সী গ্যালোনি। অ্যাডলার চলতি মাসে অবসরে যাচ্ছেন। অ্যাডলারের অধীনে থাকার দিনগুলোতে রয়টার্স অসংখ্য সম্মানজনক পুরস্কার পেয়েছে।

এর মধ্যে আছে সাতটি পুলিৎজার প্রাইজ। চারটি ভাষার বক্তা হিসেবে দক্ষ গ্যালোনি এর আগে রয়টার্সে রাজনীতি এবং ব্যবসা বিষয়ে প্রচুর কাজ করেছেন। এক সময় ওয়াল স্ট্রিট জার্নালেও ছিলেন তিনি। রয়টার্স যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সংবাদ সংস্থাটির নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন রোমের অধিবাসী গ্যালোনি। বর্তমানে বিশ্বজুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স। গ্যালোনির ক্যারিয়ার শুরু হয়েছিল রয়টার্সের ইতালিয়ান ভাষার নিউজ সার্ভিসে। হার্ভার্ড ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নেওয়া এ নারী ওয়াল স্ট্রিট জার্নালে ছিলেন ১৩ বছর। ২০১৩ সালে রয়টার্সে ফেরেন।

রয়টার্স তাদের পরবর্তী প্রধান সম্পাদকের নাম ঘোষণার পর গ্যালোনি বলেন, ‘১৭০ বছর ধরে রয়টার্স স্বতন্ত্র, বিশ্বস্ত বৈশ্বিক প্রতিবেদনের মান নির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকদের নিয়ে গঠিত এর বিশ্বমানের বার্তাকক্ষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’ রয়টার্স জানিয়েছে, ১৯ এপ্রিল তার নিয়োগ কার্যকর হবে। গ্যালোনি লন্ডনে থাকেন। বার্তাকক্ষে তার উপস্থিতিকে ‘ক্যারিশমাটিক’ হিসেবে মন্তব্য করেছেন রয়টার্সের কর্মীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?