ইতালির ইউনিভার্সিটি অব সিয়েনার বিজ্ঞানীরা ওই গবেষণাটি করেন। এজন্য তারা এমন ৩৮ জন পুরুষকে বেছে নেন যাদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে। প্রধান গবেষক প্রফেসর আন্দ্রিয়া ফ্যাগিওলিনি বলেন, উজ্জ্বল আলোর চিকিৎসা যারা নিয়েছেন তাদের অদ্ভুত পরিবর্তন দেখতে পাই আমরা। পরীক্ষার আগে অংশগ্রহণকারীদের সবাই যৌন আকাঙ্ক্ষার স্কেলে ১০ নম্বরের মধ্যে ২ স্কোর করেছিলেন।
যারা উজ্জ্বল আলো চিকিৎসা নেন, পরে তাদের স্কোর দাঁড়ায় ৬.৩-এ। তাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় তিনগুনেরও বেশি। এ পরীক্ষার দেখা গেছে উজ্জ্বল আলোতে দেহের টেসটোস্টেরনের মাত্রা অনেক বেড়ে যায়। এ গবেষণার ফলাফল ইউরোপিয়ান কলেজ অব নিউরোসাইকোফার্মাকোলজিতে (ইসিএনডি) প্রতাশিত হয়েছে।