অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।। জুভেন্তাসের সঙ্গে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের জুনে।
এরপর কি তুরিনের ক্লাবটি নতুন চুক্তিতে যাবে দিবালার সঙ্গে? এমন প্রশ্নে জুভ কোচ আন্দ্রেয়া পিরলোর কাছে তেমন কোনো সদুত্তর মিলল না।
চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন দিবালা। গত বুধবার সিরি আতে নাপোলির বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচেই গোল পেয়েছেন এই তারকা।
সেই দিবালাকে নিয়ে পিরলো এভাবেই বলেন, ‘আমি ভাগ্যবান যে তার মতো বিজয়ীর কোচ আমি। ’
কিন্তু দিবালার চুক্তি নিয়ে বলছেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ক্লাবের। এই মৌসুমে আমরা তাকে খুব বেশি দিন পাইনি। তবে এখন সে ফিরেছে, শেষ পর্বের জন্য সে তৈরি হবে। ’