স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১২ এপ্রিল।। প্রচুর নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জনৈক শিক্ষক ও তার সাগ রেদের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়ায় অভিযুক্ত শিক্ষকের নাম শঙ্কর দেবনাথ ও তার সাগ রেদ হরেকৃষ্ণ দেবনাথ।
এলাকার মানুষজনদের অভিযোগ মূলে জানা গেছে ওই শিক্ষক জয়নগর এলাকার অনিমা বণিক নামে এক মহিলাকে হাতিয়ার করে এলাকার বিভিন্ন মানুষজনদের কাছ থেকে প্রচুর অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় মোটা অংকের সুদ দেওয়ার নাম করে। অনেকটা চিটফান্ডের মত।
যেসব মানুষজনদের কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নেওয়া হয়েছিল এবার ওইসব মানুষজন হন্যে হয়ে ঘুরছে তাদের আমানত হিসেবে অর্থ এবং স্বর্ণালঙ্কার ফিরে পাওয়ার জন্য। এ নিয়ে কয়েকবার সালিশি সভাও হয়েছিলো। রবিবার পূর্ত দপ্তরের ডাকবাংলায় সালিশি সভা থেকে অভিযুক্ত শংকর দেবনাথ এবং হরেকৃষ্ণ দেবনাথকে ক্ষুব্দ প্রমিলা বাহিনী মারধোরও করে।
পরে ওই সব ক্ষুব্ধ প্রমীলারা রবিবার সন্ধ্যায় কালিটিলা গ্রামে হরেকৃষ্ণ দেবনাথ এর বাড়ি চড়াও হয়ে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর প্রাক্কালেই হরে কৃষ্ণ দেবনাথ এর স্ত্রী এবং মেয়ে ক্ষুব্দ হয়ে প্রমিলা বাহিনীর উদ্দেশ্যে তেড়ে-ফুঁড়ে আসে। খবর যায় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়।
পরবর্তী সময় ওই সব ক্ষুব্দ প্রমীলারা গৌরাঙ্গ টিলা গ্রামের শঙ্কর দেবনাথ এর বাড়িতে এসে চড়াও হয়। কিন্তু শঙ্কর দেবনাথ তখন বাড়ি থেকে বের হননি। সোমবার সকালে ক্ষুব্দ প্রমিলা বাহিনীরা অর্থাৎ পাওনাদাররা ফের হরেকৃষ্ণ দেবনাথ এর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ।
আপাতত হরে কৃষ্ণ দেবনাথ এর বাড়ির সামনে পুলিশ প্রিকেট বসানো হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তবে শিক্ষক শংকর দেবনাথ তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।