শনিবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে এমবাপ্পে ছাড়াও একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, মোইজে কিন ও লেয়ান্দ্রো পারেদেস। ম্যাচের ১৬ মিনিটেই এমবাপ্পে এগিয়ে দিয়েছিলেন দলকে। এরপর একে একে পাবলো সারাবিয়া ও মোইজে কিন জাল খুঁজে নেন। ৪৫ মিনিটে কিনের গোলের উৎস ছিলেন এমবাপ্পে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন ফরাসি তরুণ।
০-৩ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া স্ত্রাসবুর ৬৩ মিনিটে ব্যবধান কমায়। দিওন মোইজে সাহি গোলটি করেন। তবে ৭৯ মিনিটে ফের গোল আদায় করে পিএসজি। এবার স্কোর শিটে নাম তোলেন লেয়ান্দ্রো পারেদেস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্ত্রাসবুর। জিতলেও শীর্ষে থাকা লিলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়েই রইল পিএসজি। শুক্রবার মেটজকে ২-০ গোলে হারানো লিল ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।