স্টাফ রিপোর্টার, কমলপুর, ১২ এপ্রিল।। ধলাই জেলার কমলপুরের মরাছড়া বাজারে ড্রাগস বিক্রির সময় হাতেনাতে আটক করে ড্রাগস বিক্রেতাদের উত্তম-মধ্যম দিলেন উত্তেজিত জনতা।
ড্রাগস বিক্রি করার অপরাধে ড্রাগস কারবারিদের পুলিশের হাতে দিয়ে দোকান ঘরে এবং বাইকে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে সোমবার দুপুর একটায় কমলপুর থানার মরাছড়া বাজারে।
ড্রাগস বিক্রির অপরাধে দোকানের মালিক প্রসেনজিৎ দাস অপর দুই যুবক সুভাষ দেবনাথ (২১)ও রাজীব খাড়িয়াকে(১৮) হাতে নাতে ধরে উওম মধ্যম দিয়েপুলিশের হাতে তুলে দেয় মরাছড়া বাজার এলাকার জনতা। এরপর মরাছড়া বাজার এলাকার উত্তেজিত জনতা প্রসেনজিৎ দাসের দোকান সহ একটি বাইককে আগুন ধরিয়ে দেয়।
তার দোকান ও বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে কমলপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে। তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায় প্রসেনজিৎ দাস দীর্ঘদিন যাবত ড্রাগস সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে আসছে মরাছড়া বাজারে।
এতদিন মানুষ তাকে ধরার জন্য উতপেতে ছিল। সোমবার জনতার হাতে নেশা কারবারি প্রসেনজিৎ দাস ধরা পড়ে।এলাকার প্রত্যক্ষদর্শীরা আটক নেশা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।