আবারও বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার আলফ্রেডো ডি স্তেফানো স্টেডিয়ামে এল ক্লাসিকোতে ২-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। এ নিয়ে মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো কাতালান জায়ান্টদের হারাল রিয়াল। এর আগে প্রথম ক্লাসিকোতে ক্যাম্প ন্যুয়ে ৩-১ ব্যবধানে জিতেছিল জিনেদিন জিদানের দল।

এবারের জয়ে ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষস্থানও দখল করেছে তারা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে বার্সা। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে অ্যাতলেতিকো। মৌসুমের টানা দুই ক্লাসিকো জয় ছাড়াও ৪৩ বছর পর বার্সার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচে জিতল রিয়াল। লস ব্লাঙ্কোসরা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এর আগে টানা তিনটি ম্যাচ জিতেছিল ১৯৭৮ সালে। ম্যাচের শুরুতেই প্রতিকূল অবস্থায় পড়ে দু’দল। প্রথমার্ধের বৃষ্টি প্রবলভাবে নামে দ্বিতীয়ার্ধে।

তবে তার মধ্যে লড়াই চালিয়ে গেছে দুই স্প্যানিশ জায়ান্ট। ম্যাচের প্রথম ১০ মিনিটের পর নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণ-প্রতি আক্রমণে ওঠে তারা। অবশ্য শুরুতেই আক্রমণে সফল রিয়াল। লুকাস ভাসকুয়েজের আড়াআড়ি পাস থেকে দুর্দান্ত গোলে ১৩তম মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। গত ৭ লা লিগা ম্যাচের মধ্যে ফরাসি ফরোয়ার্ডের এটি ৯ম গোল। গোল হজমের পর সমতায় ফিরতে চেষ্টা করে বার্সা। তবে লিওনেল মেসির নেওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি সতীর্থরা। উল্টো বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

২৬তম মিনিটে ভিনিয়াসিয়াকে ফাউল করেন আরাউ। এর ২ মিনিট পর ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে বার্সার জাল খুঁজে নেন টনি ক্রুস। জার্মান মিডফিল্ডার শট গোলপোস্টের নিচে দাঁড়ানো দেস্তের পিঠে লেগে চলে যায় জালে।
একই মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।

রোনাল্ড কোম্যানের দল গোলের দেখা পায় ৬০তম মিনিটে। জর্দি আলবার পাস থেকে অস্কার মিঙ্গুয়েজার গোলে সমতায় ফেরার স্বপ্ন দেখে বার্সা। কিন্তু ম্যাচের বাকি সময় নিজেদের রক্ষণভাগ সামলে রাখে সার্জিও রামোস-রাফায়েল ভারানেকে ছাড়া খেলতে নামা রিয়াল। তবে বার্সার আরেকটি সুযোগ তৈরি হয় ম্যাচের অন্তিম মুহূর্তে। মিঙ্গুয়েজাকে ফাউল করে ৯০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসেমিরো। কিন্তু অতিরিক্ত ৪ মিনিট পাওয়া সত্ত্বেও ১০ জনের দল হয়ে পড়া রিয়ালের বিপক্ষে সমতায় ফিরতে ব্যর্থ হয় বার্সা।Real lost to Barca

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?