অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান খেলতে পারবেন কি-না, এ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে বাংলাদেশি পেসারকে নিয়েই মাঠে নেমেছে রাজস্থান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের চতুর্থ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দেশের হয়ে নিউজিল্যান্ড সফর শেষ করে আইপিএলের জন্য ভারতে পাড়ি দেন মোস্তাফিজ।
সেখানে পৌঁছেই সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে ফিজকে। যা শেষ হয় রবিবার। সেদিন দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। তবে মাত্র একদিনের অনুশীলনে ফিজ একাদশে সুযোগ পান কি-না, সে নিয়েই ছিল অনিশ্চয়তা বা সবার কৌতূহল।
মোস্তাফিজ রাজস্থানে খেলছেন এবারই প্রথম। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। এবারের আসরের নিলাম থেকে ১ কোটি রুপিতে তাকে দলে টানে রাজস্থান।