জ্লাতান ইব্রাহিমোভিচের পাস থেকে অষ্টম মিনিটে মিলানকে এগিয়ে দেন আন্তে রেবিচ। এরপর বিরতিতে যাওয়ার এক মিনিট আগে থিও হার্নান্দেজের অ্যাসিস্টে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে খেলতে থাকে মিলান। কিন্তু ৬০তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তারা। রেফারিকে ‘কিছু’ একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন ইব্রা। অবশ্য সুইডিশ স্ট্রাইকার পরে কোচকে জানান, রেফারির সঙ্গে কিছু সময়ের জন্য তর্ক করেছিলেন তিনি।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টকে এমনটাই জানান পিওলি। মিলান কোচ আরও জানান, ‘সে (ইব্রা) রেফারিকে অসম্মান করেনি।’ অবশ্য ম্যাচে ইব্রাকে হারানোর প্রভাব ঠিকই টের পায় মিলান। ৬৬তম মিনিটে গাগলিওলো একটি গোল শোধ করে পার্মাকে ম্যাচে ফেরানোর আভাস দেন। তবে এরপর আর মিলানের জাল খুঁজে পায়নি তারা। যোগ করা চতুর্থ মিনিটে উল্টো তৃতীয় গোল হজম করে পার্মা। দালোতের পাস থেকে লিওর গোলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।