স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ এপ্রিল।। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহন ও দ্বিচক্রযান আটক করে জরিমানা আদায় অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক কর্মসূচি জোরদার করা হয়েছে।
রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশ বিভিন্ন ছোট মাঝারি যানবাহন এবং দ্বিচক্রযান আটক করে যাদের বৈধ কাগজপত্র নেই এবং মাক্স পরিধান করেেনি তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এ ধরনের ধরপাকড় অব্যাহত থাকবে।
মাক্স পড়ে দান সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।করোণা পরিস্থিতিতে মাক্স পরিধান করা এবং সামাজিক দায়িত্ব দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হলেও অনেকেই এসবের কোন ভ্রুক্ষেপ করছে না। সে কারণেই পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ধরপাকড় শুভ করেছেন।