ধাওয়ান-পৃথ্বীর ব্যাটে ম্লান রায়না

অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। দারুণ এক ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে ১৮৮ রানের পুঁজি এনে দিলেন সুরেশ রায়না। টি-টোয়েন্টিতে যা মোটেও হেরে যাওয়ার মতো রান নয়। কিন্তু শিখর ধাওয়ন ও পৃথ্বী শ যদি এক সঙ্গে জ্বলে ওঠেন, তবে ১৮৯ রানও এমন কি লক্ষ্য! মহেন্দ্র ধোনির ধোনির মতো অধিনায়কও তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। চওড়া হাসিতে মাঠ ছাড়লেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশভ পন্ত। শনিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি। লক্ষ্যটা ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে দলটি।

সুবাদে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ‘গুরু’ ধোনির বিরুদ্ধে জয় পেলেন ‘শিষ্য’ পন্ত। আর প্রত্যাবর্তনের ম্যাচে হার হজম করে মাঠ ছাড়লেন ধোনি ও তার প্রিয় সতীর্থ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে রায়না গত আইপিএল শুরুর আগেই সরে দাঁড়ান। চেন্নাইয়ের ছোড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩.৩ ওভারে ১৩৮ রান তুলে ফেলে দিল্লি। পৃথ্বী ৩৮ বলে ৭২ রানে ফিরলে এই জুটির পতন হয়। ৯টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান পৃথ্বী। অন্যদিকে ৫৪ বলে ৮৫ রানে আউট হন ধাওয়ান। হাঁকান ১০টি চার ও ২টি ছক্কা।

ধাওয়ান যখন ফিরছেন তখন বোর্ডে ২ উইকেটে ১৬৭ রান দিল্লির। এরপর বাকিটা ছিল স্রেফ নিয়ম রক্ষার। এর আগে রায়না দারুণ প্রত্যাবর্তন করে ৩৬ বলে করেন ৫৪ রান। ৩টি চার ও ৪টি ছক্কায় তার ইনিংস সাজানো ছিল। মইন আলি (৩৬), অম্বাতি রায়ডু (২৩) ও শেষের দিকে রবীন্দ্র জাদেজা (২৬) ঝড় তুললেও সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। গত ১ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন ধোনি। তিনিও সুবিধা করতে পারেননি। দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। এরপরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল চেন্নাই। ম্যাচসেরা হয়েছেন ধাওয়ান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?