স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ এপ্রিল।। ইটভাটা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়ন।ইটভাটা শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন।
সমস্যাগুলি সমাধানের জন্য ইটভাটা মালিক কর্তৃপক্ষ এবং শ্রমদপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। তাতে সমস্যায় পড়েছে ইটভাটা শ্রমিকরা। ত্রিপুরার বিভিন্ন ইটভাটায় বহির রাজ্যের শ্রমিক কাজ করছে।
ইটভাটা শ্রমিকদের বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের আগে ইটভাটা শ্রমিকদের নিয়ে মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম-অধিকারের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এখানে সংগঠনের নেতৃবৃন্দ দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন।
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ইটভাটায় বসবাসকারী শ্রমিকদের বাসস্থান গুলি পাকা করতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইটভাটা শ্রমিকদের মজুরি চলতি অর্থবছরে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি করতে হবে। ইটভাটা গুলিতে পরিস্রুত পানীয় জলের এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। চিকিৎসা বয় মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে ।
https://www.facebook.com/citu.tripura.org/videos/2251161251686705/
বহি:রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকদের কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা মালিককে করতে হবে।ইটভাটা শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নের তাগিদে এসব দাবি দাওয়া পুরন না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।