স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ই এপ্রিল।। আজ স্বাস্থ্য দপ্তরের সহায়তায় আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কোভিড ১৯ টিকাকরণ শিবির।
মােট ১৮৮ জন সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই শিবিরে অংশগ্রহণ করেন ও কোভিড ১৯ টিকার প্রথম ডােজ নেন। সােমবার সকাল ১০ টায় এই শিবিরের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব্যাস্থ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জে কে সিনহা, জাতীয় স্বাস্থ্য মিশনের এম ডি সিদ্ধার্থ জয়সােয়াল, পশ্চিম জেলার চিফ মেডিকেল অফিসার ডঃ দেবাশীষ দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে ও ক্লাব সম্পাদক প্রণব সরকার। প্রিন্সিপাল সেক্রেটারি জে কে সিনহা তার সংক্ষিপ্ত ভাষণে বলেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী টিকাকরণের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর সবসময়ই সাংবাদিকদের অগ্রাধিকার দিচ্ছে এবং আগরতলা প্রেস ক্লাব থেকে এই টিকাকরন শিবিরের জন্য স্বাস্থ্য দপ্তরের সাথে যােগাযােগ করায় আজ এই বিশাল টিকাকরণ কর্মসূচির আযােজন সম্ভব হযেছে।
আজকের এই শিবিরে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে এক বার্তায় ধন্যবাদ জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার।
তিনি এও জানিয়েছেন যে কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডােজের জন্য শিগ্রই আরেকটি শিবির আগরতলা প্রেস ক্লাবে আযােজন করা হবে ও টিকাকরণের দিন ও তারিখ অগ্রিম জানিয়ে দেওয়া হবে।