এদিন চেলসির হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক। একটি করে গোল কাই হার্ভাটজ ও কুর্ত জুমার। ক্রিস্টালের পক্ষে একমাত্র গোলটি ক্রিস্তিয়ান বেনতেকের। এদিকে লিভারপুল প্রথম লেগে অ্যাস্টন ভিলার মাঠে রীতিমতো বিধ্বস্ত হয়। ঘরের মাঠে সেই দলটার বিপক্ষে জয় পেলেও সেটা এলো বেশ কষ্টে। ওলি ওয়াটকিন্সের গোলে পিছিয়ে পড়ার পর ইয়ুর্গেন ক্লপের দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। যোগ করা সময়ে জয় সূচক গোলটা করেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। সিটিও প্রথমে গোল হজমের পর ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি।
স্টুয়ার্ট ডালাস লিডসকে এগিয়ে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে তোরেসের গোলে সমতায় ফেরে সিটি। কিন্তু সেই সমতা ধরে রাখতে পারনি পেপ গার্দিওলার দল। উল্টো প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া লিড যোগ করা সময়ে গোল আদায় করে নেয়। ডালাসের করা সেই গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে লিডস। হারলেও শীর্ষেই রয়েছে সিটি। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে দলটি। যদিও ইউনাইটেড দুই ম্যাচ কম খেলেছে। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লেস্টার। অর্থাৎ সেরা চারের লড়াইটা বেশ জমজমাট।