ম্যাচটিতে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে আভাস খানের বলে বোল্ড হন ধোনি। সেই সঙ্গে স্লো-ওভার রেটের কারণে বড় শাস্তিও পেলেন চেন্নাইয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ককে। আইপিএলের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে ধোনির দল। এর অপরাধে ধোনিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
শুরুতে ব্যাট করে রায়নার ফিফটিতে ৭ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ধাওয়ান ও পৃথ্বি শ’র তাণ্ডবে ১৮.৪ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১৯০ রান করে জয় তুলে নেয় দিল্লি।