স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ এপ্রিল।। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীপরিত্যক্তা এক মহিলার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন শাসক দল সমর্থিত এক যুবক৷ অভিযুক্ত যুবকের নাম অজয় চক্রবর্তী৷ বাড়ি উদয়পুর এর ফুলকুমারী এলাকায়৷ বছরখানেক পূর্বে সোশ্যাল মিডিয়াতে ২৪ বছর বয়সী এক রমনীর সাথে পরিচয় হয় অজয়ের৷
পরবর্তীতে দু’জনের সম্পর্ক গাড় হতে থাকে৷ অজয় স্থানীয় বিধায়ক এর নাম ভাঙিয়ে ওই মহিলাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সম্পর্ক গড়ে তোলেন৷ পরিচয় হওয়ার মাস খানেকের মধ্যেই আগরতলার কোন এক রেস্টুরেন্টে দু’জন দেখা করেন৷ সেই থেকে রমণীকে মাস ছয়েকের মধ্যেই বিয়ে করার জন্য প্রস্তাব দেন অজয়৷ প্রয়োজনে সে তার মেয়েকেও বাবার পরিচয় দেবে৷
সেই সুবাদে অজয়ের প্রলোভনের ফাঁদে পড়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনেই৷ গত এক বছরে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন অজয়৷ শুধু তাই নয় শারীরিক সম্পর্ক চলাকালীন সময়ে ছবি তুলে রাখতেন অজয়৷ ওই সময়ে রেকর্ডিং বা ছবি তুলতে না করা হলেও অজয়, মহিলার সেই কথা শুনতেন না৷
পরবর্তীতে ওইসব ভিডিও দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আবারো শারীরিক সম্পর্ক করতেন অজয়৷ গত কয়েকমাস ধরেই মহিলা অজয়কে বিয়ের জন্য চাপ দিতে থাকেন৷ অজয় বিভিন্ন তালবাহানা করে গত চারমাস ধরে পাশ কেটে যাচ্ছিলেন৷ বাধ্য হয়ে মহিলা অজয়ের মা-বাবাকে বিষয়টি জানান৷ এমনকি স্থানীয় ক্লাবে অজয়ের বিরুদ্ধে অভিযোগ জানান৷
এদিকে স্বামী পরিত্যক্তা হওয়ায় অজয়ের বাবা-মা তাকে মেনে নিতে নারাজ৷ আবার শাসক দলের সমর্থিত হওয়ায় স্থানীয় ক্লাব অজয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেন মহিলা৷ গত কয়েকমাস ধরেই অজয় তাকে অবজ্ঞা করছেন৷ সোশ্যাল মিডিয়া বা যোগাযোগমাধ্যমে ব্লক করে রেখেছেন৷
বাধ্য হয়ে পশ্চিম থানায় অজয় চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ মহিলা৷ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার কথা উল্লেখ করেছেন মামলায়৷ পরবর্তীতে সাংবাদিকদের নিজেই তিনি ঘটনাটি জানান৷