স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১০ এপ্রিল।। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের গ্লানি মানতে রাজি নন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সিপিএমকে পরাজিত করাকেই বড় করে দেখলেন তিনি৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে রাজ্যের শাসক দল বিজেপি৷
নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক বলেন ২০১৮ সালে এই রাজ্যের মানুষ রাজ্যের ক্ষমতা থেকে সিপিএমকে উৎখাত করেছিলেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ থেকে সিপিএমকে উৎখাত করে এবার সিপিএম মুক্ত রাজ্য গঠনের পথে ত্রিপুরা এগিয়ে চলছে বলে তিনি দাবি করেন৷
জেলা পরিষদের নির্বাচনে সংসদ প্রতিমা ভূমিকার দল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পরও তার কণ্ঠে পরাজয়ের দুঃখ-বেদনা পরিলক্ষিত হয়নি৷ উপরন্তু তিনি বলার চেষ্টা করেন গণতন্ত্রপ্রিয় মানুষ , রাষ্ট্রবাদী মানুষ সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সূর্যোদয়ের পথ প্রশস্ত করেছেন৷ জেলা পরিষদে সিপিএমকে ক্ষমতাচ্যুত করা সবচেয়ে বড় বিজয় বলে তিনি উল্লেখ করেন৷
আগামী দিন ভালো কিছু অপেক্ষা করছে বলে তিনি মনে করেন৷ সিপিএমের ইতিবাচক মানসিকতা থেকে রাজ্য মুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷
https://www.facebook.com/pratimabhoumikbjp/videos/2778742112435972/
সংসদ প্রতিমা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরও বলেন সিপিআইএম সবসময় বলত তাদের ভোট ভাগাভাগি হয় না৷ এবারের জেলা পরিষদ নির্বাচনে সিপিএম তাদের ভোট অন্যদের ভাগ করে দিয়েছে বলে উল্লেখ করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সেজন্যই বিজেপি আইপিএফটি জোটের পরাজয় হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷