স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১০ এপ্রিল।। মহকুমা উত্তরাঞ্চলের বাবুরবাজার সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টারের স্বেছাচারিতা ও অমানবিক ভূমিকায় পোস্ট অফিসের শত শত গ্রাহক অতিষ্ঠ হয়ে উঠছেন৷ অনেক গ্রাহক তাদের জমানো আমানত পোস্ট অফিস থেকে তুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন৷
বাবুর বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার চন্দন পাল গ্রাহকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে থাকেন৷ গ্রাহকদের এই বলে তিনি হুমকি দেন যে তোমরা যা পার কর৷ কেউ তার কিছু করতে পারবে না৷ এছাড়া তিনি পার্শ্ববর্তী পোস্ট অফিসের কর্মচারীদের সাথেও বাকবিতন্ডায় লেগে থাকেন বলে অভিযোগ৷ বাবুরবাজার এলাকায় প্রায় ৫০ বছর আগে পোস্ট অফিস স্থাপিত হয়৷
১৯৭১ সালে দেশের তদানিন্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধির কাছে চিঠি লিখেন এই এলাকায় প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ডাঃ চুনীলাল ঘোষ৷ তার পরে এখানে পোস্ট অফিস স্থাপিত হয়৷ বর্তমান সময়ে হাজার হাজার গ্রাহক রয়েছেন পোস্ট অফিসে৷ স্বল্প সঞ্চয় ও বিভিন্ন স্কিমে টাকা জমা রাখেন গ্রাহকরা৷
কিন্তু দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টারের স্বেচ্ছাচারিতায় মানুষ তাদের আমানত সরিয়ে নিতে শুরু করেছেন৷ পোস্টমাস্টারের খারাপ আচরণের জন্য বাবুর বাজার এলাকায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ তারা চাইছেন ঊধর্বতন কর্তৃপক্ষ যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে৷