ইন্ডিয়ানা জোনসের নায়িকা হচ্ছেন ফোবি

অনলাইন ডেস্ক, ১০ এপ্রিল।। হ্যারিসন ফোর্ডকে নিয়ে বিখ্যাত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের পঞ্চম কিস্তি নির্মাণে ময়দানে নামছেন পরিচালক জেমস ম্যানগোল্ড। পুরোনো এ খবরের সঙ্গে নতুন যা যুক্ত হলো, ছবিতে নায়িকা হিসেবে থাকছেন এমি বিজয়ী ফোবি ওয়ালার-ব্রিজ।

আশা করা হচ্ছে, সামনের গরমে ছবির কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রাক-প্রস্তুতির একাধিক বৈঠক সেরে নিয়েছেন ম্যানগোল্ড।

তবে প্রত্নতত্ত্ব কেন্দ্রিক এ ফ্র্যাঞ্চাইজির নতুন অ্যাডভেঞ্চারের কাহিনি গোপন রাখা হয়েছে। তাই ‘ফ্লিয়াবাগ’-খ্যাত ফোবির চরিত্র সম্পর্কে জানা যায়নি। আর ‘ইন্ডিয়ানা জোনস ফাইভ’ মুক্তি পাবে ২০২২ সালের ২৯ জুলাই।

টিভি শো ‘ফ্লিয়াবাগ’ এমির মঞ্চে সেরা অভিনেত্রী ও সেরা কমেডি সিরিজসহ কয়েকটি পুরস্কার জেতে। এর পর থেকে টিভি ও সিনেমায় ফোবি ওয়ালার-ব্রিজের ব্যস্ততা চোখে পড়ার মতোই বেড়েছে। বিবিসির হিট শো ‘কিলিং ইভ’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। জেমস বন্ডের মুক্তি প্রতীক্ষিত ‘নো টাইম টু ডাই’-এর লেখকও তিনি। সামনে আমাজনের সিরিজ ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও লেখক হিসেবে হাজির হচ্ছেন ফোবি। তার বিপরীতে থাকছেন ডোনাল্ড গ্লোভার।

২০১৬ সাল থেকে ‘ইন্ডিয়ানা জোনস’-এর নতুন কিস্তি নিয়ে কাজ করছেন প্রথম চার কিস্তির পরিচালক স্টিভেন স্পিলবার্গ। সামনের ছবিতে নির্বাহী প্রযোজকের দায়িত্ব করবেন তিনি। স্টিভেন ঘোষণা দিয়েছিলেন ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ১৯ জুলাই। কিন্তু চিত্রনাট্যের জটিলতায় বারবার থমকে যায় কাজ।

১৯৮১ সালের ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবির মাধ্যমে প্রত্নতাত্ত্বিক ও অভিযাত্রী চরিত্র ইন্ডিয়ানা জোনসের অভিষেক হয় হলিউডে। ছবিটি এএফআই-এর সর্বকালের সেরা ১০০ আমেরিকান সিনেমার অন্যতম। পরে ১৯৮৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ ও ১৯৮৯ সালে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’।

সর্বশেষ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ পর্দায় আসে ২০০৮ সালে। এই চারটি ছবি সারা বিশ্বে আয় করেছে ২০০ কোটি ডলারেরও বেশি।

মাঝে শোনা যায়, ইন্ডিয়ানা জোনস চরিত্রে হ্যারিসন ফোর্ডের বদলে আসছেন ক্রিস প্র্যাট। এমন গুজব শুনে কড়া বার্তা দেন বর্ষীয়ান তারকা। জানান, তাকে বাদ দিয়ে ‘ইন্ডিয়ানা জোনস’ হবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?