রোহিতদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু কোহলিদের

অনলাইন ডেস্ক, ১০ এপ্রিল।। রোমাঞ্চকর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে শেষ বলে গত দুই আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জয়ের জন্য বিরাট কোহলির দলের শেষ বলে দরকার ছিল এক রান। মার্কো জানসেনের ইয়র্কার দারুণভাবে সামলে সেই রান নিয়ে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মেতে ওঠেন হার্শাল প্যাটেল।

এই নিয়ে আইপিএলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রান তাড়া করতে নেমে শেষ বলে জয় পেলো বেঙ্গালুরু। এর আগে ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবার এমন জয় পেয়েছিল তারা।

মুম্বাইয়ের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। এর আগে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রোহিতরা।

চেন্নাইয়ে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় মুম্বাই। ব্যক্তিগত ১৯ রানে রানআউট হয়ে অধিনায়ক-ওপেনার রোহিত ফিরলেও দারুণ ব্যাটিংয়ে দলের রান সচল রাখেন আরেক ওপেনার ক্রিস লিন। তার ৩৫ বলে ৪৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছয়ে। ক্রিসকে সঙ্গ দেন সুর্যকুমার যাদব (৩১)। এরপর উইকেটরক্ষক ইশান কিষানের ২৮, হার্দিক পান্ডিয়ার ১৩, কাইরন পোলার্ডের ৭ ও শেষদিকে ক্রুনাল পান্ডিয়ার ৭ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় মুম্বাই।

 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানে ওপেনার ওয়াশিংটন সুন্দরকে (১০) হারায় বেঙ্গালুরু। এরপর স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড রজত পাটিদার (৮)। তবে অধিনায়ক-ওপেনার কোহলি (৩৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (৩৯) এই বিপর্যয় সামাল দেন দারুণভাবে। এই দুজনের বিদায়ের পরপরই ঝড় তুলেন এবিডি ভিলিয়ার্স। তার ২৭ বলে ৪৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ২ ছয়ে।

জয় থেকে ২ রান দূরে থাকতে ১৯.৪ ওভারে রানআউট হন ডি ভিলিয়ার্স। তার আগে শাহবাজ আহমেদ (১), ড্যানিয়েল ক্রিস্টিয়ান (১) ও কাইল জেমিসনকে (৪) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মুম্বাই। ডি ভিলিয়ার্সের বিদায়ের পর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠা ম্যাচটিতে বেঙ্গুলুরুর জয়ের বাকি কাজটা সারেন প্যাটেল (৪)। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এর আগে ৪ ওভারে ২৭ রান দিয়ে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নেন প্যাটেল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?