অনলাইন ডেস্ক, ১০ এপ্রিল।। চীনের বাণিক্য নিয়ন্ত্রক সংস্থা ২৭৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে আলীবাবা গ্রুপ হোডিং লিমিটেডকে। দেশটির স্থানীয় মুদ্রায় এ জরিমানার পরিমাণ ১৮শ’ কোটি ইয়েন।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বিরোধী আইন লঙ্ঘন ও নিয়ন্ত্রণাধীন বাজারে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চীনের অ্যান্টি ট্রাস্ট আইন অনুযায়ী এটিই বড় অঙ্কের জরিমানা। এ জরিমানার পরিমাণ ২০১৯ সালের আলীবাবার আয়ের ৪ শতাংশ।
আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত অক্টোবরের শেষ দিকে চীনের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা করেন। এরপর ডিসেম্বর দেশটির বাজার নিয়ন্ত্রক প্রশাসন এসএএমআর জানায়, তারা অ্যান্টি ট্রাস্ট আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে।
এসআএমআর শনিবার জানায়, ২০১৫ সালে ব্যবসায়ীদের অন্য অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত রাখতে প্রভাব খাটায় আলীবাবা।
আরও বলছে, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচলে বাধাগ্রস্ত ও ব্যবসায়ীদের স্বার্থে আঘাত হেনেছে। যা চীনের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বিরোধী আইনের পরিপন্থী।
প্রতিষ্ঠানটিকে অভ্যন্তরীণ সংস্কার ও ভোক্ত সুরক্ষা অধিকার মেনে চলার নির্দেশ দিয়েছে এসএএমআর।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক বিবৃতিতে আলীবাবা জানায়, জরিমানার সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে। এসএএমআরের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করবে। এ ছাড়া সোমবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছেন।