দম বন্ধ হয়ে মারা গেল ৪২০০ টন স্যামন

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল।। চিলিতে ঘাতক শ্যাওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। দক্ষিণ আমেরিকার দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস বৃহস্পতিবার এ কথা জানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশে এই গণমৃত্যু ঘটলো। ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। একই কারণে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়। জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীনপিস এই দূষণের জন্য স্যামন ফার্মিংকে দায়ী করেছে। এই শিল্প জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। মৃত স্যামন মাছের ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে ১৮টি খামার থেকে। এসব খামারে তিন ধরনের ক্ষতিকর শ্যাওলা শনাক্ত করা হয়েছে। চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?