২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই সাহায্য বাদ দেওয়া হলেও সংস্থাটি ভয়াবহ আর্থিক টানাপোড়েনের শিকার হয়। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউএনআরডব্লিউএ’কে ১৫ কোটি ডলার মানবিক সহযোগিতা দেওয়া হবে। সংস্থাটি অধিকৃত পশ্চিম তীর ও গাজা, লেবানন ও জর্ডানের ৫৭ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সেবা।
যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউএনআরডব্লিউএ। ব্লিনকেন জানান, অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাড়ে ৭ কোটি ডলারের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউএসএইডের মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় সম্পর্কে প্রোগ্রামে ব্যয় হবে এক কোটি ডলার। বিস্তারিত উল্লেখ না করলেও ওয়াশিংটন বলছে, ‘অত্যাবশ্যক নিরাপত্তা সহায়তা’ও পুনরায় চালু করতে যাচ্ছে।