ডিআর কঙ্গোতে তিন দেশের প্রতিনিধিরা বাঁধ নিয়ে আলোচনায় বসেছিলেন। মঙ্গলবার আলোচনা শেষ হয়েছে। কিন্তু বিরোধ মেটেনি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুদান আন্তর্জাতিক মধ্যস্থতার প্রস্তাব করেছিল। কিন্তু ইথিওপিয়া তা মানেনি। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ কারো মধ্যস্থতাই তারা মানতে রাজি নয়। ইথিওপিয়ার দাবি করছে, এই বাঁধ তাদের আর্থিক উন্নয়নের জন্য জরুরি।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে, বিরোধ মেটানোর কোনো ইচ্ছাই নেই ইথিওপিয়ার। সুদানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইথিওপিয়া একতরফা বাঁধ বানিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তারা আলোচনায় অনড় মনোভাব নিয়েছে। ফলে এই এলাকার মানুষ বিপদে পড়েছেন।