এরপর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে খেললেন। তবে তখন থেকেই আগামী আইপিএলে ধোনিকে দেখা যাবে কিনা এ নিয়ে জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি এবারো নামছেন মাঠে। কিন্তু এটাই কি তার শেষ আইপিএল? প্রশ্ন উঠেছে আবার। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিলেন, আগামী বছরও সম্ভবত আইপিএলে দেখা যাবে ধোনিকে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘দেখুন, আমার মনে হয় না যে এটা শেষ বছর হবে।
এটা ব্যক্তিগত মতামত। আমার মনে হয় না যে এখন সেই বিষয়টা নিয়ে কেউ ভাবছেন।’ খেলোয়াড়টার নাম ধোনি বলেই হয়তো কিছুটা ধোঁয়াশা রেখে দিলেন কাশী। তবে কেউ কেউ বলছেন, এবার যদি চেন্নাই আইপিএল জিতে যায়, তাহলে এবারই ব্যাট তুলে রাখবেন ধোনি। না হলে সম্ভবত আরো একটা মৌসুম খেলবেন তিনি। ৯ এপ্রিল শুরু হবে এবারের আইপিএল।