স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। বিজেপি-র ৪১তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার৷ দিনটিকে ‘স্থাপনা দিবস’ হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করবে দল৷
সকাল ৯টায় রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, রাজ্য সম্পাদক রতন ঘোষ, প্রাক্তন প্রদেশ সভাপতি নীলমণি দেব প্রমুখ৷
সকাল ১০টা ১৫ মিনিটে বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন গোটা দেশের কার্যকর্তাদের সামনে৷ বিজেপি-র রাজ্য কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে৷