স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। রাজ্যের বনেদি স্কুলগুলোর মধ্যে অন্যতম নেতাজি সুভাষ বিদ্যানিকেতন৷ গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিক ভাবে চুরির ঘটনা ঘটছে৷ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটেছে বলেই মনে করছেন এলাকাবাসী ও একাংশ অভিভাবকরা৷
অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক চুরির অভিযোগ করলেও ড্রেনটি বন্ধ করার কোন চেষ্টাই করেনি বলে অভিযোগ, ড্রেনে লোহার নেট লাগিয়ে বন্ধ করে দিলেই চুরির ঘটনা বন্ধ করা যেত বলে অনেকের অভিমত৷
কিন্তু তা না করে চুরির অভিযোগ জানিয়ে যাচ্ছেন তারা৷ পুলিশ বাবুরাও অন্যান্য ঘটনার মত নেতাজি স্কুলে চুরির ঘটনা লিপিবদ্ধ করেই দায়িত্ব খালাস৷ এর মধ্যে নেতাজি স্কুল থেকে দুটি সোডিয়াম লাইট চুরি হয়েছে৷ রবিবার রাতে শৌচাগারের সামগ্রী চুরি করে নিয়ে যায়৷
২০টির মতো শৌচাগার রয়েছে নেতাজি স্কুলে৷ পাইপ থেকে শুরু করে জলের ট্যাপ, ব্যাসিন এমনকি কমোড কোন কিছুই আর অবশিষ্ট নেই৷ প্রধান শিক্ষক সাংবাদিক ডেকে চুরির ঘটনা দেখালেও কী কারণে চুরি, সেদিকে যেন নজর দিতে নারাজ৷ শুধু একটা লোহার গ্রিল লাগালেই চুরি বন্ধ করা যায়৷
লক্ষ লক্ষ টাকা বাঁচানো যেত৷ আউট লাইনের ড্রেন দিয়ে চোর ঢুকছে বলে জানা যায়৷ যদিও সারা রাজ্যের ইদানিং চুরি বাড়ছে৷ পুলিশ নীরব দর্শক৷ থানার নাকের ডগায় হচ্ছে চুরি৷ বিট কনস্টেবল শুধু নাম সর্বস্ব৷ বাইক নিয়ে ঘুরে বেড়ানো সার৷ ফলে বাড়ছে চুরি৷