কারণ তার বিবাহবিচ্ছেদ হয়েছে। পরে অবশ্য মুকুট ফেরত দেওয়া হয়। আয়োজকরা নিশ্চিত হয়েছেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়নি। কলম্বোর ভেন্যুতে বিচারকেরা নাম ঘোষণার পরপরই পুষ্পিকাকে মুকুট পরিয়ে দেওয়া হয়। কিন্তু একপর্যায়ে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলাইন জুরি দর্শকদের উদ্দেশে বলেন, পুষ্পিকা ডিভোর্সি, এরপর দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীকে মুকুট পরিয়ে দেন। এ সময় মুকুট খুলতে গিয়ে বেশ বেগ পেতে হয়। এতে পুষ্পিকা আঘাত পান। পরে চোখে অশ্রু নিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন। পরে পুরো ঘটনার জন্য ক্ষমা চান আয়োজকরা।
তারা জানান, পুষ্পিকা স্বামী থেকে আলাদা থাকছেন। তবে তাদের ছাড়াছাড়ি হয়নি। এক ফেইসবুক পোস্টে পুষ্পিকা ডি সিলভা জানান, তিনি মাথায় আঘাত পেয়েছেন। হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। এভাবে অপমানের জন্য তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। ‘মিসেস শ্রীলঙ্কা’ দেশটির অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা। এ আয়োজনের অতিথি তালিকায় নিয়মিতই থাকেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর স্ত্রী।