মঙ্গলবার পাহাড়ের মহারণ, ভোট সামগ্রী নিয়ে নির্বিঘ্নে কর্মীরা পৌঁছলেন বুথে, কঠোর নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। মঙ্গলবার পাহাড়ের মহারণ৷ আর এই মহারণের যাবতীয় প্রস্তুতি একেবারে চূড়ান্ত৷ নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷

সোমবার সকাল থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে সাব্রুম মহকুমা অফিস থেকে ভোট সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণের জন্য ভোট কর্মী ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়৷ সাব্রুম মহকুমা শাসকের অফিসে ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলি ও ২৮ শিলাছড়ি-মনুবনকুল আসনের রিটার্নিং অফিসারের অফিস৷ সোমবার এখান থেকে দুইটি আসনের ভোট কর্মীরা ভোট সরঞ্জাম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেন৷

২৭ নং পূর্ব মুহুরিপুর-ভুরাতলি কেন্দ্রে রয়েছে ৫০টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রে রয়েছে ৫৬টি ভোটগ্রহণ কেন্দ্র৷ প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে চারজন করে মোট ৪৬০জন ভোট কর্মী ইতিমধ্যেই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছেন৷ ২৭নং আসনে ভোটার সংখ্যা ৩৪১২৪জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭৫৩৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৬৫৯০ জন৷

সর্বোচ্চ ভোটার রয়েছে চালিতাছড়ি বাজার স্কুলে ৩০ নং ভোটগ্রহণ কেন্দ্রে৷ এখানে ভোটার রয়েছে ৯৯৭ জন, পুরুষ ভোটার ৫১৯ জন ও মহিলা ভোটার রয়েছে ৪৭৮ জন৷ আর সর্বনিম্ন ভোটার রয়েছে ১৮ নং অর্জুুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে৷

এখানে মোট ভোটার সংখ্যা ২৮০ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১৩৭ জন ও মহিলা ভোটার ১৪৩ জন৷ আর ২৮ নং আসনে ভোটার সংখ্যা রয়েছে ৩৭৩৮৮ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৯১৩২ জন ও মহিলা ভোটার রয়েছে ১৮২৫৬ জন৷ এই কেন্দ্রে সর্বোচ্চ ভোটার রয়েছে ৪৬ নং গুনমনি পাড়া জে বি সুকলের ভোটগ্রহণ কেন্দ্রে৷

এখানে মোট ভোটার রয়েছে ১০০৫ জন৷ তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৮৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৫২১ জন৷ আর এই আসনে সর্বনিম্ন ভোটার রয়েছে ৩৭ নং ভোটগ্রহণ কেন্দ্র ঘোরাকাপ্পা হাই স্কুলে ও ৪২ নং ভোটগ্রহণ কেন্দ্র কংকরি পাড়া এস বি স্কুলে এই দুই ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪০০ জন৷ মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি বুথে শুরু হবে ভোটগ্রহণ৷ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে তার জন্য প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র বেষ্টিত নিরাপত্তার চাদরে৷

তবে এবারের এডিসি ভোটে ২৭ ও ২৮ নং কেন্দ্রে একটিও স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র নেই বলে জানান রিটার্নিং অফিসার তথা সাব্রুম মহকুমা শাসক টি কে চাকমা৷ ডান-বাম সহ সব রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার কর্মসূচির মধ্য দিয়ে এবারের পাহাড় ভোট নজর কেড়েছে সর্বত্র৷ কল্যাণপুর থানা এলাকায় মোট ৩০টি ভোট গ্রহণ কেন্দ্রে হবে ভোট গ্রহণ৷

উল্লেখ্য এই ৩০টি কেন্দ্রে সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের নিরিখে রয়েছে ১০-কুলাই-চাম্পাহাওর আসনের ২টি পোলিং বুথ, ১১-মহারানিপুর-তেলিয়ামুড়া আসনের ৯টি পোলিং বুথ, ১২-রামচন্দ্রঘাট আসনের ১৪টি পোলিং বুথ, এবং ১৬-মান্দাই-পুলিনপুর আসনের ৫টি পোলিং বুথ৷ সোমবার দিনের প্রথমার্ধেই ভোট কর্মীদের নিজ নিজ ভোট কেন্দ্রে রওয়ানা দিতে দেখা যায়৷

শেষ সংবাদ পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় ছাড়াও আমবাসা, খোয়াই এবং জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের কাজে নিয়োজিত কর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয়ে পৌঁছে গেছে৷ ভোট গ্রহণ কেন্দ্রকে ঘিরে দিনভর দারুণ তৎপরতা দেখা যায় পুলিশ প্রশাসনের৷

বিভিন্ন এলাকা সূত্রে খবর ভোটকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকাসমূহকে নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছে৷ বিশেষ সূত্রে খবর, কল্যাণপুর থানাধীন বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রগুলিতে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রচার কর্মসূচি ঘিরে যুযুধান রাজনৈতিক শিবির সমূহে লড়াইয়ের আবহ রয়েছে৷ বিশেষ করে থানা এলাকার উত্তর মহারানিপুর, সীতাকুণ্ড, নগ্রাই কোবরা, রূপরাই প্রভৃতি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত৷

তবে পুলিশ প্রশাসন যেকোন অনভিপ্রেত ঘটনার মোকাবেলা করে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে পুলিশ সূত্রে খবর৷ সবমিলিয়ে গোটা কল্যাণপুর এলাকায় উত্তেজনা ক্রমেই মাথাচাড়া দিচ্ছে৷ ফলে পাহাড় ভোট কল্যাণপুর এলাকায় কতটা নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ কাটে তা ভোট শেষ হলেই বলা যাবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?