স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ এপ্রিল।। রবিবার রাত্রিবেলায় হঠাৎ করে শুরু হয় তুফান৷ বাতাসের গতি এতো বেশি ছিল যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লন্ডভন্ড হয়ে যায়৷ চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত ছেছরিমাই গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিদ্যুতের খঁুটি ভেঙে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিবাহী তার৷
বিকট শব্দ হয়৷ ছেছরিমাই হাই সুকল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা৷ বিপ্লব গোপ’এর বাড়ির সামনে তুফানে খঁুটি ভেঙে পড়ে৷ বিকট শব্দে এলাকাবাসী দৌড়ে এসে দেখে এই অবস্থা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইলেকট্রিক অফিসে৷
ইলেকট্রিক অফিস থেকে এসে বিদ্যুৎ কানেকশন ছিন্ন করে দিয়ে যায় বলে জানান এলাকাবাসী৷ ১২ ঘণ্টার উপরে বিদ্যুৎহীন গ্রাম৷ সমস্যায় পড়ে ছাত্র-ছাত্রীসহ প্রবীণরা৷ কারণ সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা৷ বিদ্যুৎ না থাকার ফলে ছাত্র-ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করেছেন৷
কারণ দিনের বেলায় এই খুঁটির নিচে দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে৷ কবে নাগাদ এই বিদ্যুতের খঁুটি ঠিক হয় এবং বিদ্যুৎ ব্যবস্থা এই গ্রামে স্বাভাবিক হয় তা বলা বড় মুশকিল৷ কারণ, ঠিকেদাররা বকেয়া টাকা না পাওয়ায় কাজকর্ম বন্ধ রেখেছেন৷