এসবিআই আগরতলা শাখার করোনার থাবা, তিন দিনে ১২ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। এসবিআই আগরতলা শাখার করোনার থাবা৷ গত তিন দিনে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ আরও ৪-৫ জন জ্বরে আক্রান্ত৷

অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা ব্যাঙ্কের শাখায় আপাতত আসছেন না৷ এসবিআই আগরতলা শাখায় সবমিলিয়ে কর্মচারীর সংখ্যা অর্ধ শতাধিক৷ ১২ জন করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ভোক্তাদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

তবে, এসবিআই আগরতলা শাখার একটি সূত্রে জানা গেছে, ১২ জন করোনায় আক্রান্ত হওয়ার পর স্যানিটাইজেশন ব্যবস্থা আরও জোরালো করা হয়েছে৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়তে শুরু করেছে তাতে সর্তকতামূলক ব্যবস্থা আরও কঠোর করা জরুরি হয়ে উঠেছে৷

অথচ, রাজধানী আগরতলা শহর সহ সর্বত্র বাজারহাট, অফিস কর্মচারী সহ জনবহুল এলাকাগুলিতে যে চিত্র পরিলক্ষিত হচ্ছে তা নিতান্তই আতঙ্কের কারণ হয়ে উঠতে শুরু করেছে৷

সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করার ক্ষেত্রেও প্রতিটি ক্ষেত্রেই যেভাবে উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে তাতে করোনার থাবা আরও ভয়াল সংকট তৈরি করতে পারে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর করোনার যে তথ্য দিচ্ছে তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?