স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৫ এপ্রিল।। শনিবার রাতে বিএসএফ ও কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে সাব্রুম মহকুমার শ্রীনগর পোয়াংবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণে শাড়ি আটক করে৷ এদিন গোপনখবরের ভিত্তিতে কাস্টমস ও বিএসএফ সীমান্ত এলাকা পোয়াংবাড়িতে নজরদারি চালাচ্ছিল৷
এসময় শ্রীনগর থেকে আসা টিআর০১এএ-১৮৫২ নম্বরের একটি মিনি ট্রাকে তল্লাশি চালায়৷ তল্লাশির সময়ে ওই গাড়ি থেকে ৬৩ বাণ্ডিল শাড়ি আটক করে কাস্টমস ও বিএসএফ৷ তাতে মোট ৫০২২টি শাড়ি ছিল৷ শাড়িগুলোর বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা৷
বিএসএফ ও কাস্টমসের ধারণা শাড়িগুলো বাংলাদেশে পাচারের লক্ষ্যে আনা হয়েছিল৷ কিন্তু বাংলাদেশে লকডাউন ঘোষণা হওয়াতে শাড়িগুলো পুনরায় আগরতলাতে নিয়ে যাচ্ছিল এবং সেই সময়ে ধরা পড়ে যায়৷