করোনার ব্যাপক সংক্রমণ রোধে ভারতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক

অনলাইন ডেস্ক, ৪ এপ্রিল।। ভারতীয় গণমাধ্যম প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ব্যাপক সংক্রমণ নিয়ে দেশটিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবও অংশগ্রহণ করেছেন। -এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া দৈনিক সংক্রমণ হিসেবে ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারত শীর্ষ স্থানে ওঠে এসেছে বলে বিশ্ব গণমাধ্যমে প্রকাশ পায়।

এই বৈঠকে করোনা সংক্রমণের এমন অবস্থা, ভ্যাকসিনেশনসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে। ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ২৪৯ জন। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ আক্রান্ত বলে প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি বিবৃতিতে বলা হয়, ভারতের মহারাষ্ট্র, ছত্তিসগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং মধ্য প্রদেশের করোনা সংক্রমণের মাত্রা ৮১.৪২ শতাংশতে দাঁড়িয়েছে।

ভারতের এই রাজ্যগুলোতে কঠোর বিধিনিষেধ প্রণয়ন করতে আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে। বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে দেশটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?