এই বৈঠকে করোনা সংক্রমণের এমন অবস্থা, ভ্যাকসিনেশনসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে। ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ২৪৯ জন। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ আক্রান্ত বলে প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি বিবৃতিতে বলা হয়, ভারতের মহারাষ্ট্র, ছত্তিসগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং মধ্য প্রদেশের করোনা সংক্রমণের মাত্রা ৮১.৪২ শতাংশতে দাঁড়িয়েছে।
ভারতের এই রাজ্যগুলোতে কঠোর বিধিনিষেধ প্রণয়ন করতে আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে। বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে দেশটি।