ছবি প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “আমি ভাগ্যবতী ও গর্বিত যে ‘চালবাজ ইন লন্ডন’ ছবির জন্য নির্মাতারা আমাকে বেছে নিয়েছেন। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করব এবং এটা একজন অভিনেতার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। তবে এই ছবিতে বিরাট দায়িত্ব আমার, আমি খুশি যে ভূষণ স্যার ও আহমেদ স্যার আমাকে এই দায়িত্ব দিয়েছেন। পঙ্কজ স্যারের সঙ্গে কাজ করতে পারাটা একটা বিরাট শিক্ষা। এত বছর উনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত।
এটা একটা দারুণ কাজ হতে চলেছে।” শ্রীদেবীর আসল ‘চালবাজ’-এর পরিচালক পঙ্কজ পরাশর-ই ‘চালবাজ ইন লন্ডন’ ছবিটি পরিচালনা করবেন। ১৯৮৯ সালে ‘চালবাজ’ ছবির ‘না জানে কাহা সে আই হ্যায়’ গানটি দিয়েই নতুন ছবির টিজার ভিডিও তৈরি করা হয়েছে। দর্শকেরা স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে নস্ট্যালজিক।
ভারতীয় গণমাধ্যমকে পঙ্কজ বলেন, “শ্রদ্ধা পর্দায় ম্যাজিক করতে জানে। আমি বিশ্বাস করি শ্রদ্ধার অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে দেবে। আমার কাছে এই ছবির থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি ভূষণ কুমার ও আহমেদ খানকে ধন্যবাদ দিতে চাই আমার দৃষ্টিভঙ্গিকে সমাদর করার জন্য। এই প্রোজেক্টের কাজ শুরু করতে চাই দ্রুত।”