তুফানে ক্ষতিগ্রস্থদের দুই দিনের মধ্যে হিসেব- নিকেশ করে সরকার সাহায্য দেবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ এপ্রিল।। খোয়াই জেলার আশারাম বাড়ি সহ আশপাশের বেশ কিছু এলাকায় সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঝড়ে প্রায় দুই শতাধিক দোকানপাট এবং বাড়িঘর নষ্ট হয়েছে৷

বৃহস্পতিবার মুখ্য সচিব ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে ৫ হাজার টাকা করে ক্ষতিগ্রস্তদের দেওয়ার ব্যবস্থা করেছেন৷ স্থানীয় বিধায়ক মেবার কুমার জমাতিয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন৷ যাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের কোনো সমস্যার শিকার না হতে হয়৷

দুই দিনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসেব-নিকেশ করে সরকার সহযোগিতা করবে৷ সম্পূর্ণভাবে ক্ষতি হওয়া পরিবারদের ৯৫ হাজার টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্তদেরও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে৷ যাতে করে পুনরায় ঘর নির্মাণ করতে পারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি৷

মুখ্যমন্ত্রী শুক্রবার বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান৷ তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে ৭০ শতাংশ বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে৷ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ বছরের জন্য রাজ্যবাসী আমাদেরকে ত্রিপুরাল্যান্ড শাসন করার জন্য দিয়েছেন৷ রাজ্যবাসীকে বহু আশ্বাস দিয়েছে সরকার৷ সেই কাজগুলি আগে সম্পূর্ণ করার পর সরকার এ বিষয়ে ভাববে৷

প্রদেশ ভারতীয় জনতা পার্টি গ্রেটার তিপ্রাল্যান্ডের সমর্থন করে কিনা সে বিষয়ে জানতে চাইলে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অর্থাৎ এদিন মুখ্যমন্ত্রী পৃথক রাজ্যের দাবিকে দূরে সরিয়ে দেননি৷ আবার সমর্থনও করেননি৷ এনিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ণ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?