এডিসি ভোটের প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস, শাসক দলকে বিঁধলেন নাগরা

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২ এপ্রিল।। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা দেরিতে হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে টেক্কা দিয়ে কংগ্রেস দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে৷

২নং কাঁঠালিয়া মির্জা-রাজাপুর কেন্দ্রের প্রার্থী প্রণব রিয়াং, ২৬নং বীরচন্দ্র নগর-কলসী কেন্দ্রের প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরা, ২৭নং ভুড়াতলি-পূর্ব মুহুরীপুর কেন্দ্রের প্রার্থী শুভাধন ত্রিপুরা ও ২৮নং শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের প্রার্থী মাধুরী চাকমা, কংগ্রেস দলের এই চার প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরবেলা শচিরামবাড়ি ধনঞ্জয় স্মৃতি ইকো পার্কের সামনে পার্ক বাজারে কংগ্রেসের একটি নির্বাচনী সভা হয়৷

সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পাঞ্জাবের প্রাক্তন লোকসভার সাংসদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রভারি কুলদীপ সিংহ নাগরা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কিম হাওকিৎ৷

এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা৷ এই সভাতে কংগ্রেসের প্রভারী কুলদীপ সিংহ নাগরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইপিএফটি দলের প্রধান এনসি দেববর্মা ও তিপরা দলের নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণকে হুঁশিয়ার করেন তারা যেন নেতা-কর্মীদের উপর আক্রমণ বন্ধ করেন৷

তিনি আরো বলেন, আগামী ২০২৩ সালের নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসবে কংগ্রেস এবং আসার পর বর্তমানে যে সমস্ত বিজেপি নেতারা দুর্নীতি ও অপরাধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এবং যারা কংগ্রেস দলের নেতা-কর্মীদের উপর আক্রমণ করেছেন তাদেরকে চিহ্ণিত করে আইন মেনে জেলে পাঠানো হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?