বিধবা মহিলাকে খুনের দায়ে অভিযুক্ত দুলাল দাসকে গ্রেফতার করল পুলিশ

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২ এপ্রিল।। বিধবাকে খুনের দায়ে অভিযুক্ত দুলাল দাসকে শুক্রবার সোনামুড়ার আদালতে হাজির করায় মেলাঘর থানার পুলিশ৷ জিজ্ঞাসাবদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে৷

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিপাহীজলা জেলা, উত্তম ঋষি দাস পুলিশের পুরো আবেদনটাই মঞ্জুর করেন৷ পশ্চিম নলছড় গ্রামের দুলালকে মেলাঘর লকআপে নিয়ে যাওয়া হয়েছে৷ আগামী মঙ্গলবার পুনরায় তাকে আদালতে তোলা হবে৷

অভিযোগ, দুলাল পশ্চিম নলছড় গ্রামের একজন বিধবা মহিলাকে গত সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে নৃশংসভাবে অত্যাচার করে খুন করেছিল মহিলাটির বাড়িতেই৷ কেন এবং কী কারণে প্রতিবেশী দুলাল মহিলাটিকে খুন করেছিল, সে-ই সময়ে দুলালের সাথে অন্য কোন ব্যক্তি ছিল কিনা? এছাড়া আরো একাধিক বিষয়ে পরিষ্কারভাবে জানার জন্যই পুলিশ তাকে রিমান্ডে নিয়েছে৷

সোমবারে এই ঘটনার প্রায় ৮/৯ দিন আগে দুলাল দাসের স্ত্রী সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে তার বাবার বাড়ি উদয়পুর মহকুমাধীন কাকড়াবন থানার অন্তর্গত জামজুরি গ্রামে চলে গিয়েছিল৷ একটি সূত্রে জানা গিয়েছে, শনিবার মেলাঘর থানা সহ মহকুমা ও জেলা পুলিশের একদল আধিকারিক দুলাল দাসকে নিয়ে পশ্চিম নলছড় গ্রামে মৃতার বাড়িতে যাবেন৷

কীভাবে এবং কোন্ পরিস্থিতিতে হত্যা কাণ্ডটি সংগঠিত করা হয়েছিল তা একটা মগ ডিলের মাধ্যমে জানার চেষ্টা করা হবে৷ ঐ গ্রামের সিংহভাগ মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে এই পাষণ্ড দুলাল দাসের উপর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?