রাজ্যেও গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ এপ্রিল।। গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম পবিত্র দিন। ধর্মীয় বিশ্বাস মতে এদিন প্রভু যীশু ক্রুষবিদ্ধ হয়়ে প্রাণ দিয়েছিলেন। রাজ্যেও গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন।সকালে এ উপলক্ষে আগরতলা শহরের কৃষ্ণনগর সিটি ব্যাপ্টিস্ট চার্জে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে প্রার্থনা সভার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।ধর্মীয় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী আবাল-বৃদ্ধ-বনিতারা। গুড ফ্রাইডে তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা করেন উদ্যোক্তারা।গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন।

খৃষ্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিষ্টের ক্র‌ুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগের শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়। যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে জানা যায় যে তাঁকে সম্ভবত শুক্রবারে ক্র‌ুসবিদ্ধ করা হয়েছিল।

দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হল ৩৩ খ্রিস্টাব্দ। আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে গুড ফ্রাইডের যে প্রকৃত সালটি নিরুপণ করেছেন, সেটি হল ৩৪ খ্রিস্টাব্দ।

ক্র‌ুসিফিকেশন ডার্কনেস অ্যান্ড একলিপস পদ্ধতি নামে একটি তৃতীয় পদ্ধতি হিসেব করে গুড ফ্রাইডের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল, ৩৩ খ্রিস্টাব্দ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?