পানিসাগরে নাশকতামূলক অগ্ণিকাণ্ডে অটো-রিকশা ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২ এপ্রিল।। উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডে পালাকান্তি নাথের বাড়িতে নাশকতামূলক অগ্ণিকাণ্ডে অটো-রিকশা ভস্মীভূত হয়ে গেছে৷ ঘটনা বুধবার মধ্যরাতে৷

অটোর নম্বর টিআর০২-এ-২৯০৭ এ ব্যাপারে সন্দেহভাজন সাগর নাথের বিরুদ্ধে পানিসাগর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ সে এলাকার সমাজদ্রোহী ও উচ্ছৃঙ্খল বলেই পরিচিত৷

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে পালাকান্তি নাথ ও পরিবারের লোকজনরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন৷ মধ্যরাত নাগাদ তারা আগুনের আঁচ পেয়ে জেগে উঠেন৷ আগুন দেখে তারা চিৎকার শুরু করেন৷ প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীতে৷

দমকল বাহিনী আসার আগেই আগুন আয়ত্বে আনতে সক্ষম হন৷ তবে অটোটি রক্ষা করা যায়নি৷ এটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে আশঙ্কা৷ অল্পেতে স্থানীয় মানুষের প্রচেষ্টায় বসতঘর ও পার্শ্ববর্তী বাড়িঘর রক্ষা পেয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?