স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ এপ্রিল।। ফের বাড়লো করোনা সংক্রমণ৷ শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন৷ স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল বুলেটিনের মাধ্যমে এ ব্যাপারে বলা হয়েছে এদিন ১ হাজার ৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়৷ এদের মধ্যে থেকে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷
সংক্রমিতদের মধ্যে আরটিপিসিআর টেস্টে ১ জন ও আরএটি টেস্টে ৩ জন পজিটিভ হয়েছে৷ করোনা সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে সচেতনতার কোন লক্ষণ নেই৷ অধিকাংশ মানুষ মাস্ক সঠিকভাবে ব্যবহার করছে না৷
সামাজিক দূরত্ব মেনে চলার তো প্রশ্ণই উঠে না৷ ধীর গতিতে হলেও করোনা সংক্রমণ বাড়ছে৷ মাস্ক সঠিকভাবে ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা করোনাকালে কতটা জরুরি বলার অপেক্ষা রাখে না৷ এব্যাপারে অধিকাংশ মানুষই অবগত৷
কিন্তু এরপরও মানুষ তা উপেক্ষা করছে৷ স্বাভাবিকভাবেই সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি খুব বেশি থাকছে৷ জেলা প্রশাসন থেকে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান রাখার পরও মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না৷