জনসভা শুরুর আগে যতনবাড়ি বাজার থেকে একটি দৃপ্ত মিছিল আসে জনসভা স্হলে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। বেলা ১ টা নাগাদ জনসভার মধ্যমণি তথা এিপুরা কংগ্রেসের ইনচার্জ পাঞ্জাবের বিধায়ক কুলদীপ সিং নাগরা জনসভা মন্চে উপস্থিত হন। সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের সহজ সরল উপজাতিদের কল্যাণে বর্তমান সরকার কাজ করছে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হেলিকাপ্টার ছাড়া চলতে পারেন না। এটাই সবকা সাথ সবকা বিকাশ ।
তিনি বলেন আগামী এডিসি নির্বাচনে যেমন হারবে বিজেপি, ঠিক তেমনি ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবকে আবার দিল্লিতে পাঠিয়ে দেবেন এিপুরাবাসী। সহজ সরল এই রাজ্যের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন এিপুরাবাসীর জন্য তার ১ শতাংশ কাজও করেনি বিপ্লব বাবু। এদিনে কংগ্রেসের এই জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে যেমন উতসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে ঠিক তেমনি সাধারন মানুষের উতসাহও ছিলো বেশ চোখে পড়ার মত।