জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ এপ্রিল।। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা নিয়ে সম্পতি এক সভা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষণ শিবির ও সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব)৷ সভায় উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য৷ তাছাড়াও উপস্থিত ছিলেন জিলাপরিষদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, জিলা পরিষদের সদস্য-সদস্যাগণ এবং জিলা পরিষদের অতিরিক্ত সি ই ও অসীম সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷

পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে সিপার্ডের পঞ্চায়েত প্রশিক্ষণ আধিকারিক ভাস্কর দাশগুপ্ত জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়৷

প্রশিক্ষণ শিবিরে সিপার্ডের পঞ্চায়েত প্রশিক্ষণ আধিকারিক সভায় জানান, জেলার পঞ্চায়েত উন্নয়নের জন্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের এই পরিকল্পনা একটি সম্পর্ণ নতুন পদক্ষেপ৷ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রথমেই জিলাপরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান ও সহকারি সভাধিপতিকে ভাইস চেয়ারম্যান করে জেলা পঞ্চায়েত পরিকল্পনা কমিটি গঠন করতে হবে৷ সেই কমিটির সদস্য সচিব হিসাবে থাকবেন পঞ্চায়েত দপ্তরের অধিকারিক এবং সদস্য হিসাবে থাকবেন বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকগণ৷

তাছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে এই কমিটির সদস্য হিসাবে থাকবেন জিলাপরিষদের সদস্য-সদস্যাগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ এবং পঞ্চায়েত প্রধানগণ৷ এই জেলা পঞ্চায়েত পরিকল্পনা কমিটি বিভিন্ন ক্ষেত্রে কার্যকরি দল তৈরী করে পঞ্চায়েত উন্নয়নে কাজ করবে৷ এই দলের মধ্যে যে কর্মসূচিগুলি থাকবে সেগুলি হল, পাবলিক এডমিনিস্ট্রেশান এবং অর্থ বিষয়ক পরিসংখ্যান ও তার সংরক্ষণ, ক’ষি উৎপাদিত দ্রব্য সামগ্রীর মজত প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ৷

এরমধ্যে রয়েছে মৎস্য চাষ, নিশ্চিত কর্মসংস্থন প্রকল্প, জল ও ভূমি সংরক্ষণ, পরিবেশবান্ধব রক্ষনাবেক্ষণ, প্রাণী সম্পদের উন্নয়ন, ক্ষুদ্রব্যবসা, দারিদ্র দূরীকরণ, সামাজিক ন্যায় বিচার, মহিলা উন্নয়ন ও ক্ষমতায়ন, তপশিলী জাতি ও জনজাতি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, পানীয় জল ও শৌচাগার, শিক্ষা-সংস্কৃতি ও যুবকল্যাণ, পূর্ত ও বিদ্যুৎ বিভাগের কর্মসূচির উন্নয়ন এবং প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়৷ এই সমস্ত বিষয়ে জেলাস্তরে গঠিত দলগুলি জেলার প্রতিটি পঞ্চায়েতের উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা তৈরী করে মানুষকে আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করবে৷ প্রশিক্ষণ শিবির ও জিলা পরিষদের এই সভায় পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব) জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রূপায়ণে সকলের সহযোগিতা কামনা করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?