সন্ধ্যা রাতেই দুঃসাহসীক চুরি।ঘটনা বিলোনীয়ার দক্ষিন ভারত চন্দ্র নগরের তবলা চৌমুহনী এলাকায়। পেশায় জুয়েলারি ব্যাবসায়ী অমর কান্তি বনিক প্রতিদিন সকালে খাওয়া দাওয়া করে দোকানে চলে যান। রাতে বাড়ি ফিরেন। বুধবার রাত নয়টা নাগাদ বাড়ি ফিরে গেট খুলে ভিতরে গিয়ে দেখতে পান ঘরের ভিতরে লাইট জ্বলছে। বারান্দার তালা থাকলেও ভিতরের দরজা খোলা।
বাইরে থেকে দেখা যাচ্ছে চোরের দল সোকেস ভেঙ্গে স্বর্নালঙ্কার ও টিভি নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশিদের ডাকেন। জানা গেছে বহু আগে তার স্ত্রী মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে তিনি একাই থাকেন। চুরির ঘটনায় হতবিহব্বল হয়ে সঙ্গা হারিয়ে ফেলেন বাড়ির মালিক।
সংজ্ঞাহীন অবস্থায় তাকে স্থানীয় লোকজন বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনা স্হলে ছুটে আসে বিলোনীয়া থানার পুলিশ।বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ।