বিলোনিয়া সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে নানা মহলে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ এপ্রিল।। ভারত- বাংলাদেশের বিলোনিয়া সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নজরদারি দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে।সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চলছে অনুপ্রবেশ । সীমান্ত রক্ষী বাহিনীর  নজরদারি ব্যবস্থা যে ঢিলে ঢালা তা আবারও  পুলিশ প্রমাণ করে দিল বিলোনিয়াতে দুই বাংলাদেশি যুবককে আটকের মধ্য দিয়ে ।

সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবকে গতকাল রাতে বিলোনিয়া রেল স্টেশন থেকে আটক করে । বাংলাদেশি দুই যুবকের নাম মহম্মদ রহিম ও আলি নুর । বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় । বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ এই দুই জন বাংলাদেশি যুবককে আটক করে। বৃহস্পতিবার তাদের বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে ।তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ আইনে মামলা গ্রহণ করা হয়েছে। বুধবার রাত নয়টা নাগাদ বিলোনিয়া থানাতে খবর আসে রেল স্টেশনে সন্দেহ ভাজন দুই যুবক ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে রাখেছে । সেই খবরের ভিত্তিতে পুলিশ ছুটে যায় বিলোনিয়া রেল স্টেশনে ।

পুলিশ আসার পর সংশ্লিষ্ট এলাকা বাসীরা সন্দেহ ভাজন দুই যুবকে তুলে দেয় পুলিশের হাতে । সংশ্লিষ্ট এলাকার বাসী সহ স্থানীয় সংবাদ প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ ভাজন দুই যুবক জানায় তাদের বাড়ি বাংলাদেশ সিলেট জেলায় । কাজের জন্য এ দেশে তারা এসেছে । গত মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মাজারের ভিতর ‌দিয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করেছে । ত্রিপুরার কোন সীমান্ত দিয়ে উঠেছে নাম বলতে পারেনি ‌। সীমান্তে কাঁটাতার থাকলেও কাঁটা তারের ফাঁক দিয়ে প্রবেশ করেছে , সীমান্ত রক্ষী বাহিনীর জোওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ।

বিলোনিয়া থানার সহকারী সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার জানায় , এই দুই যুবক বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি । তাছাড়া জিজ্ঞাসা বাদের পর সন্দেহ ভাজন দুই যুবক জানায় তাদের বাড়ি বাংলাদেশ । সেই বিনা পাসপোর্টে প্রবেশ করাতে তাদের আটক করা হয়েছে । বাংলাদেশি দুই যুবকের আটকের ঘটনায় বিলোনিয়াতে চাঞ্চল্য বিরাজ করছে । একদিকে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ, অন্যদিকে রাজ্যে এডিসি নির্বাচন এই দুই কারনে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকার পরেও কি করে রাজ্যে অনুপ্রবেশ ঘটেছে এ নিয়ে উঠছে নানান প্রশ্ন । এই অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়েও উঠছে প্রশ্ন ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?