ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচারের সিদ্বান্ত নেন৷ সেই অনুসারে ৩১ মার্চ সকালে রোগীর অ্যানেসথেসিয়া করা হয়৷ সকাল সাড়ে ১১ টায় প্যাংক্রিয়াসের এই হুইপলস সার্জারি শুরু করেন অঙ্কোসার্জন ডাঃ আশিষ গুপ্তা ও ডাঃ প্রীতেশ রাজবী সিং৷ রাত ৮:৩০ পর্যন্ত প্রায় নয় ঘন্টা ব্যাপী এই দুরূহ অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন এই দুই অঙ্কোসার্জন৷ উল্লেখ্য, রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের ফলে সম্পতি বহির্রাজ্য থেকে এই দুইজন বিশেষজ্ঞ সার্জন রাজ্যে যোগ দিয়েছেন এবং একের পর এক জটিল অপারেশন সম্পন্ন করছেন৷
ডাঃ আশিস গুপ্তা দিল্লি থেকে এবং ডাঃ প্রীতেশ রাজবী সিং মুম্বাই থেকে এসেছেন৷ দুইজনই অঙ্কোসার্জন হিসাবে দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারের অভিজ্ঞতা রয়েছে৷ গতকাল রাতেই রোগীকে আই সি ইউ তে স্থানান্তরিত করা হয়৷ তার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে৷ এই অস্ত্রোপচারে স্টাফ নার্স ছিলেন প্রিয়াংকা নাথ, সুুবত সাহা, মানালী দেববর্মা, সিরাজ দেববর্মা ও সঙ্গীতা দাস৷ অ্যানেসথেসিয়া করেন ডা. মৃণাল দেববর্মা৷ ও টি অ্যাসিসটেন্ট ছিলেন অলান দাশগুপ্ত ও ক’ষ্ণ ত্রিপুরা৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।