অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। রায়ান জনসন পরিচালিত ও ডেনিয়েল ক্রেইগ অভিনীত ‘নাইভস আউট’-এর পরবর্তী দুই কিস্তি নির্মাণের স্বত্ব পেতে ৪০ কোটি ডলারের বেশি খরচ করছে নেটফ্লিক্স।
দ্য র্যাপকে একটি সূত্র জানায়, দ্বিতীয় ও তৃতীয় পর্বের জন্য স্ট্রিমিং জায়ান্টটি উল্লেখিত টাকা দিতে রাজি হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে টাকার অঙ্ক সঠিক নয়।
রহস্য রোমাঞ্চ লেখিকা আগাথা ক্রিস্টির একটি মার্ডার মিস্ট্রি অবলম্বনে নির্মিত ‘নাইভস আউট’ ২০১৯ সালে মুক্তি পায়। মাত্র ৪ কোটি ডলার বাজেটের বিপরীতে আয় করে ৩১ কোটি ডলারের বেশি।
বর্তমানে পরবর্তী পর্বের পরিকল্পনা চলছে। আশা করা হচ্ছে, জুনের শেষ দিকে গ্রিসে দৃশ্যায়ন শুরু হবে। যদিও এর আগে পরিচালক জনসন মজা করে বলেছিলেন, ‘নাইভস আউট’ সিক্যুয়েলের শুটিং হবে মহাকাশে।
এখন ৪০ কোটি ডলারের খবর যদি সঠিক হয়, তবে স্ট্রিমিং জগতে এটি সবচেয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে স্বত্ব বিক্রির ঘটনা।
ডিজিটাল জগতের প্রতিযোগিতামূলক বাজারের হালের পরিস্থিতির জের ধরেই হয়তো নেটফ্লিক্স এতটা ঝুঁকি নিচ্ছে। এক দিকে করোনার কারণে ওয়েব কনটেন্টের চাহিদা ও বাজারের ক্রমাগত বৃদ্ধি, অন্যদিকে রয়েছে বড় বড় স্টুডিও’র এ বাজারে বিনিয়োগ।