‘এপ্রিল ফুল’ ভণ্ডুল করে দিল বেলজিয়াম পুলিশ

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে একটি জমায়েত ভঙ্গ করে দিল বেলজিয়ামের পুলিশ। কনসার্ট উপভোগ করতে সেখানে হাজির হয়েছিল তারা। কিন্তু এটি ছিল এপ্রিল ফুলের জোকস! বিবিসি জানায়, ব্রাসেলসের একটি পার্কে গান-বাজনার খবর পেয়ে দুই হাজার লোক উপস্থিত হয়। অথচ তখন দেশজুড়ে চলছে করোনার কড়া সতর্কতা।

ঘটনাস্থলে পুলিশ আসলে জনতা তাদের উদ্দেশে ‘ফ্রিডম’ বলে চিৎকার করে, ছুড়ে মারে বিস্ফোরক। সেখান থেকে চারজনকে আটক করেছে বলে জানায় পুলিশ। সহিংসতায় তিন পুলিশ আহত হয়েছে। এ ছাড়া আরও দুই ব্যক্তি আহত হয়েছে। গত মার্চে ফেইসবুকে একটি পোস্ট করে ওই কনসার্টের ঘোষণা দেওয়া হয়। বলা হয়, জনপ্রিয় ডিজে উপস্থিত থাকবেন। আয়োজকেরা বলছেন, তারা নিছক মজা করে এ ঘোষণা দিয়েছেন। কিন্তু অনেক মানুষই তা বিশ্বাস করেছে।

সেখানে উপস্থিত এক শিক্ষার্থী রয়টার্সকে জানান, সবার দিন খুবই বিমর্ষ যাচ্ছে। তিনি ১৮ বছর পূর্ণ করবেন শিগগিরই। তারুণ্যের সুবিধাটুকু নিতে চান। তারা পুলিশের সঙ্গে ঝামেলা করতে আসেননি। শুধু দেখাতে চেয়েছেন অন্যরকম জীবন আছে তাদের, যা উপভোগ করতে চান। করোনা পরিস্থিতিতে বেলজিয়ামে বাড়ির বাইরে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ। বর্তমানে ফেইসবুকের ওই পোস্ট ঘিরে তদন্ত চলছে। ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশটিতে ইতিমধ্যে ৮ লাখ ৮২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৩ হাজার মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?