অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। ভারতীয় রেলে শুরু হতে চলেছে কর্মী নিয়োগ। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলে ইলেকট্রিক্যাল বিভাগের টি আর ডি উইং-এ জুনিয়ার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও হেল্পার পদে করা হবে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি পেশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৩৭০ টি শুন্য পদে নিয়োগ কার্য সম্পন্ন হবে। তারমধ্যে জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে ২০, টেকনিশিয়ান পদে ১৫০ ও হেল্পার পদে ২০০ জনকে নিয়োগ করা হবে। তবে এই সংখ্যা পরে বাড়তে বা কমতেও পারে।
সমস্ত আবেদনকারীকে রেলের পার্সোনাল অফিসারের মাধ্যমে আবেদন পত্র ফরোয়ার্ড করতে হবে। তা না হলে আবেদন পত্র খারিজ করে দেওয়া হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে।
টেকনিক্যাল যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনকারীদের শর্ট লিস্ট করা হবে। আবেদন পত্রে প্রার্থীর নাম, জন্মতারিখ, বাবার নাম, নিজের সম্প্রদায়, বর্তমানে তিনি কোন পদে নিযুক্ত আছেন, তার পে-স্কেল কত এবং সেই পদে কতদিন নিযুক্ত আছেন সহ সমস্ত তথ্য রেল কর্তৃপক্ষ কে জানাতে হবে। তার পাশাপাশি কম্পিউটারে প্রার্থীর জ্ঞান আছে কি না ও শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা তাও উল্লেখ করতে হবে।
নির্দেশিকায় এও জানানো হয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং হেল্পারদের যথাক্রমে ৬, ২ এবং ১ পে-লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে।
তবে প্রসঙ্গত বর্তমানে ভারতীয় রেলের বিভিন্ন অংশে যারা এই সংক্রান্ত পদে নিযুক্ত আছেন তারাই কেবলমাত্র আবেদনপত্র জমা দিতে পারবেন। কোন রকম নবীন বা শিক্ষানবিশদের জন্য এই বিজ্ঞপ্তি নয় বলে জানিয়েছে রেল দপ্তর।
আগামী ৩০শে এপ্রিল আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে আরো তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানতে নর্থ-ইস্ট রেলের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।